তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে লুটপাটের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির ভিন্ন ভিন্ন আটটি প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং এরপর আরও অনেকগুলো আফটারশক হয়। এ ভূমিকম্পে সবশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।
এদের মধ্যে তুরস্কে ২৪ হাজার ৬১৯ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৫ জন মারা গেছেন। উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন