বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হচ্ছে

বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হচ্ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী দুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হচ্ছে। তবে এর প্রভাব দেশে খুব একটা পড়বে না। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এটি আরও ঘনীভূত হয়ে আগামী দুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার অবনতি হতে পারে। এ ছাড়া লঘুচাপের পরবর্তী ধাপ কত দূর যাবে এবং এর গতিপ্রকৃতি কোন দিকে যাবে, তার ওপর নির্ভর করছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password