স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল ম্যানচেষ্টার ইউনাইটেড। তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। বলতে গেলে রোনালদোর গোলে আতলান্টার কাছ থেকে জয় ছিনিয়ে এনেছে ম্যান ইউ।
ঘরের মাঠে আতলান্টার বিপক্ষে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল ম্যানচেষ্টার ইউনাইটেডের। বিরতিতে যাওয়ার আগে মারিও পাসালিচ ও দেমিরালের গোলে পিছিয়ে পড়েছিল তারা। প্রথমার্ধের ১৩ মিনিটের সময় আটালান্টার মারিও পাসালিক গোল করে এগিয়ে নেন দলকে। প্রথম গোলের ঠিক ১৩ মিনিট পর ম্যাচের ২৬ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন মেরিহ দেমিরাল। ২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোরা।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম গোলের দেখা পায় ৫৩তম মিনিটে। ফের্নান্দেসের দারুণ থ্রু বল ডি-বক্সে ধরে কোনাকুনি শটে ব্যবধান কমান র্যাশফোর্ড। এরপর দ্বিতীয় গোল টি আসে খেলার ৭৪তম মিনিটে হ্যারি ম্যাগুইয়ারার শট থেকে। আর ৮১তম মিনিটে আসে ৩ পয়েন্ট নিশ্চিত করা রোনালদোর গোল। বাঁ থেকে লুক শয়ের ক্রসে লাফিয়ে হেডে গোলটি করেন তিনি। আসরে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে গত দুই রাউন্ডে এভারটনের সঙ্গে ড্রয়ের পর লেস্টার সিটির বিপক্ষে হারে তারা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালিয়ান ক্লাব আতালান্তা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন