রোনালদো ম্যাজিকে নাটকীয় ড্র করলো ম্যানইউ

রোনালদো ম্যাজিকে নাটকীয় ড্র করলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক : এইতো দিন ১২ আগে ঘরের মাঠে দুই গোল হজমের পর দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আতালান্তার বিপক্ষে এবার জয় না মিললেও হারের মুখ থেকে ঘুরে দাঁড়াল দলটি এবং নায়ক সেই একই; ক্রিস্তিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার দিবাগত রাতে আতালান্তার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাবটি। ম্যানইউর এমন নাটকীয় ড্রয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। দুটি গোলই করেছেন তিনি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুর দিকে ভালোই আক্রমণাত্মক খেলে ম্যানইউ। কিন্তু আতালান্তাও কোনো অংশে কম ছিল না। ১২তম মিনিটে ইয়োসিপ ইলিচিচের গোলে এগিয়ে যায় দলটি। দাভিদ দে হেয়ার ভুলে সহজেই জাল খুঁজে পান এই মিডফিল্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ে রোনালদোর গোলে সমতায় ফেরে ম্যানইউ। দারুণ পাসিংয়ে গ্রিনউড-ফার্নান্দেসের সাহায্য নিয়ে ডি-বক্সে বল পান তিনি। দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। এ পর্যন্ত রেড ডেভিলসদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা চারটি ম্যাচের সবগুলোতেই গোল পেয়েছেন সিআর সেভেন।

বিরতি থেকে ফিরেই আবার লিড নেয় আতালান্তা। এ সময় বক্সের মধ্যে হ্যারি মাগুইরির ভুলে বল পেয়ে যান আতালান্তার দুভান জাপাতা। এরপর ডেভিড ডি গিয়াকে পরাস্ত করে বল জালে পাঠান। অবশ্য লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন। কিন্তু ভিএআর চেকে টিকে যায় গোলটি। তবে শেষ মুহূর্তে আবারও ম্যানইউ রক্ষাকর্তা হয়ে হাজির হন রোনালদো। এ সময় (৯০+১) ম্যাসন ক্রিনউড বক্সের বাইরে থাকা রোনালদোকে উঁচু করে বল দেন কাছ থেকে। আর রোনালদো অসাধারণ ভলিতে সবাইকে অবাক করে দিয়ে বল জালে জড়ান। এই গোলটি চেক করা হয় ভিএআরে। কিন্তু টিকে যায়। তাতে ২-২ গোলের সমতায় ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে ম্যানইউ।

পয়েন্ট ভাগাভাগি করলেও রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড এখন ‘এফ’ গ্রুপের শীর্ষেই আছে। তাদের সমান ৭ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে দুইয়ে। গতকাল ইয়াং বয়েজকে ২-০ গোলে হারিয়ে এই জায়গা দখল করে স্প্যানিশ ক্লাবটি। প্রথম ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে চমক দেখালেও, পয়েন্ট টেবিলের সবার তলানিতে এখন ইয়াং বয়েজ। আটালান্টা ৫ পয়েন্ট নিয়ে আছে তিনে।

মন্তব্যসমূহ (০)


Lost Password