একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় সারাদেশের সাথে নরসিংদীতেও চলছে গণ টিকাদান কর্মসূচি। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ২৪৬টি পয়েন্টে টলছে ১ম ডোজ টিকাদান কর্মসূচি।
টিকাদান কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। পরবর্তীতে ২য় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে। নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম জানান, এই কার্যক্রমের আওতায় জনসাধারণের টিকা গ্রহণ সহজতর করতে ১২বছরের উর্দ্ধে নিবন্ধিত ও অনিবন্ধিত সকলেই ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।
প্রথম ডোজ হিসেবে সকলকে সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে। পরবর্তীতে যারা প্রথম ডোজ সম্পন্ন করছেন তাদেরকে পর্যায়ক্রমে ২য় ও বুস্টার ডোজের আওতায় আনা হবে। ইতোমধ্যে জেলার ৬৫শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। আমরা শতভাগ মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করছি। জেলার ২৪৬টি টিকা কেন্দ্রে টিকাদান কর্মসূচি সফল করতে প্রায় ১৩শত ভেকসিনেটর ও স্বেচ্ছাসেবক কাজ করছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন