স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন দক্ষিন আফ্রিকান মিকি আর্থার। শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে এই সিরিজেই শেষবারের মত দায়িত্ব পালন করবেন প্রখ্যাত কোচ আর্থার।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মি সিলভা, প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ও সেক্রেটারি মোহন ডি সিলভাকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান দক্ষিণ আফ্রিকান কোচ। এছাড়া বোর্ডের ডিরেক্টর টম মুডিকেও মেইলের কপি পাঠান তিনি। শ্রীলঙ্কান বোর্ডের চাপে নয় নিজ থেকেই সড়ে দাঁড়িয়েছেন আর্থার। জানা গেছে ইংল্যান্ডের কাউন্টি দল ডারবিশায়ার ক্রিকেট ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন আর্থার।
বিদায় বেলায় আর্থার বলেছেন, দায়িত্ব নেওয়ার সময়ের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কার ক্রিকেট। তার দাবি, কিছু প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ তিনি দিয়েছেন, যারা দীর্ঘ সময় টেকসই সাফল্য এনে দিবেন।
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হেভিওয়েট এই কোচ, পাকিস্তানকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পালন করে আসছেন মিকি আর্থার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন