দক্ষিন আফ্রিকা সিরিজকে কে কেন্দ্র করে দূর্দান্তে থাকা বাংলাদেশ দল তাদের দুই ম্যাচ সিরিজের আজ প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় অধিনায়ক মমিনুল। যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের। সাকিব-তাসকিনদের দুর্দান্ত পারফরমেন্সে ঐতিহাসিক সিরিজ জিতে নেয় টাইগাররা। এবার মিশন টেস্ট সিরিজ। ওয়ানডে ক্রিকেটের মত সাদা পোশাকেও রঙিন স্বপ্ন মুমিনুলদের। যদিও দেশসেরা ব্যাটার তামিম ইকবাল এবং পেস ইউনিটে অন্যতম ভরসা শরিফুলকে পাচ্ছে না মমিনুলের বাংলাদেশ।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
পেটে সমস্যার কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তামিম। তার জায়গায় খেলছেন সাদমান ইসলাম। এছাড়া টাইগার পেসার শরিফুলের খেলা নিয়েও আগে থেকেই শঙ্কা ছিল। শেষমেশ চোটের কাছে হার মানলেন তিনিও।
ওয়ানডের পর টেস্টেও ইতিহাস গড়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। এক্ষেত্রে মুমিনুলদের সামনে বড় অনুপ্রেরণা নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। ডারবানে খেলতে নামার আগে তাই বারবার আসছে নিউজিল্যান্ডের মাউন্ড মঙ্গানুইয়ের ইতিহাসগড়া টেস্ট জয়ের প্রসঙ্গ।
এ ছাড়া আরও বেশ কয়েকটি কারণে ওয়ানডের পর টেস্টেও ভালো করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তুলনামূলক দুর্বল দল নিয়ে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি কিংবা মার্কো ইয়ানসেনের মতো টেস্ট দলের নিয়মিত তারকারা এখন আইপিএল খেলতে ভারতে আছেন। শুধু বোলাররাই নন, এইডেন মার্কারাম কিংবা রাসি ফন ডার ডুসেনের মতো তারকা ব্যাটসম্যানদেরও পাচ্ছে না স্বাগতিকরা। তাই এটাকে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ডারবান টেস্টের শুরু থেকে শেষ, সম্ভবত প্রতিদিনই আলোচনায় থাকবে বৃষ্টি। অন্তত দক্ষিণ আফ্রিকার আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত রিপোর্ট বলছে সে রকমই। ক্যাপ্টেন মুমিনুলের ভাবনার অনেকটা জুড়েই তাই উইকেটের আচরণের চেয়েও প্রাধান্য পাচ্ছে বিরূপ আবহাওয়া
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন