নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউ,পি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বর্তমান বিশা ইউ,পি চেয়ারম্যান সহ ৯ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নওগাঁ জেলা দায়রা জজ আদালতে আত্নসমর্পন করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন বিশা ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খান তোফা (৫৫), সমসপাড়া গ্রামের বিদুভূষণ দাস (৫৫), সাদ্দাম হোসেন (৩২), স্বজল হোসেন (২৩), ভাঙ্গাজাঙ্গাল গ্রামের এসকে রুবেল (৩০), মিলন হোসেন (৩২), খাসখামার গ্রামের বুলু (৩৬), নন্দিগ্রাম গ্রামের লেমন (৩৫), ও রাণীনগর গ্রামের হাবিবুর রহমান (৩৫)।
উল্লেখ্য, গত ১ আগষ্ট বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লাকে ভাঙ্গাজাঙ্গাল বাজারে প্রকাশ্য দিবালোকে দূর্বৃত্তরা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে। এ ঘটনায় পরদিন ২ আগষ্ট আব্দুল মান্নান মোল্লার ভাই মোঃ চাঁদ মোল্লা বাদি হয়ে ২২ জনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় মঙ্গলবার আদালতে আত্নসমর্পন করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক উপরোক্ত ব্যক্তিদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন