নওগাঁর ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধ বিয়ে ও টাকা আত্মসাৎ এর অভিযোগ

নওগাঁর ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধ বিয়ে ও টাকা আত্মসাৎ এর অভিযোগ

নওগাঁয় আত্রাই উপজেলার অবৈধ্য ভাবে প্রবাসীর স্ত্রীকে বিবাহ এবং ১৫ থেকে ১৬ লাখ টাকার আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ভোঁপাড়া ইউপিঃ সদস্য বিপ্লব আকন্দের বিরুদ্ধে। বর্তমানে প্রবাসী সুষ্ঠু বিচারের দাবিতে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

ভোঁপাড়া গ্রামের মোঃ ঈদলের ছেলে মোঃ সফিকুল ইসলাম (৩৫)। তার একটি ৮ বছরে ছেলে রয়েছে। অভিযাোগ সূত্রে জানা যায়, ১৪ বছর আগে মোঃ মুনজিল শেখের মেয়ে, মোছাঃ মুন্নি আক্তার (২৫) কে বিয়ে করেন মোঃ শফিকুল ইসলাম। তারপর সে কর্মের জন্য দেশের বাহিরে দুবাইয়ে পাড়ি জমান। তাদের এ সংসার খুব ভালোই চলছিল। এমতঅবস্থায় উপজেলার ভেবড়া ইউপি: সদস্য মোঃ বিপ্লব আকন্দ, প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে অবৈধ্য সম্পর্ক গড়ে উঠে এবং তার স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিদেশ থেকে পাঠানো সমস্ত সোনা-দানা ও টাকা আত্মসাৎ করে।

এরপর ৫ই আগস্ট প্রবাসী শফিকুল জানতে পারেন। স্ত্রী একই গ্রামের ইউপি সদস্য বিল্পব আকন্দের সঙ্গে ঘর-সংসার করছেন। এমতাবস্থায় শফিকুল ইসলাম নিরুপায় হয়ে ছুটিতে ২২ আগস্ট দেশে এসে তার শ্বশুরবাড়ি গেলে তাকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেয় এবং জানানো হয় তালাক দিয়ে বিল্পবকে বিয়ে করেছেন। প্রবাসী শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাকে যে তালাক দিয়েছেন তার কোনো বৈধ কাগজপত্র নেই। তালাক দিতে হলে কাজি অফিসে বা কোর্টের মাধ্যমে তালাক দিতে হয়, সেটা করা হয়নি।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তালাক নামার কপি যাবে। কিন্তু সেটাও করা হয়নি বা আমাকে জানানো হয়নি। তাহলে আমাকে কিভাবে তালাক দিলো। তিনি বলেন, আমি বাড়ি আসার পর একটি এফিডেভিট করা কাগজ আমার কাছে পৌঁছানো হয়েছে। সেখানে লেখা আছে স্ত্রী ও বিল্পব বিয়ে করেছেন। তালাক না দিয়েই কিভাবে বিয়ে হয়। বিদেশ থাকাকালীন আমি প্রতি মাসেই স্ত্রীকে আত্রাই শাখার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠিয়েছি। এ পর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা পাঠিয়েছি। সেই টাকা ও দুই ভরি স্বর্ণ আত্মসাত করেছেন স্ত্রী ও বিল্পব। তারা যে বিয়ের ডকুমেন্ট দেখাচ্ছেন সেটা ১ আগস্ট বিয়ে করেছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি আমার বউ হিসেবে ঘর-সংসার করার অভিনয় করে অর্থ আত্মসাৎ করেছে । আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে প্রবাসী শফিকুলের স্ত্রী ও ইউপি সদস্য বিপ্লব আকন্দের মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ বিচ্ছিন্ন দেখায়। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল মুঠোফোনে বলেন, আমি প্রবাসী রফিকুলের অভিযোগ পেয়েছি। এবিষয়ে ইউপি সদস্য বিপ্লব আকন্দসহ তার পরিবার ও এলাকার মাতবরকে জনানো হয়েছে। এ নিয়ে দু-পক্ষের মধ্য আলোচনা করে (০১ সেপ্টেম্বর) শুক্রবার সবাইকে নিয়ে বসে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password