ফাউলময় ম্যাচে আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ জেতেনি

ফাউলময় ম্যাচে আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ জেতেনি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় বুধবার ভোরে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ১৩তম ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার সান জুয়ানে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যাচটি। তবে এই ম্যাচে কেউ জেতেনি। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি। ম্যাচে গোলের না দেখা না পেলেও পুরো ম্যাচ জুড়ে দেখা গেছে ফাউলের ছড়াছড়ি। দুই দল মিলে ফাউল করেছে ৪২টি।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দলই নিজেদের সেরা ফর্মের কাছাকাছি পারফর্ম করতে পারেনি। চোট কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে নামা লিওনেল মেসি এদিন পুরোটা সময় খেলেন, তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। অন্যদিকে, দলের সেরা তারকা নেইমারকে ছাড়া ব্রাজিলও বেশ ভুগেছে। পুরো ম্যাচে সমান নয়টি করে শট নিয়েছে দুই দল। কিন্তু স্পষ্ট ছিল ফিনিশিং ব্যর্থতা।

আর্জেন্টিনার তিন ও ব্রাজিলের দুইটি শট লক্ষ্য বরাবর থাকলেও, জালে জড়ায়নি একটিও। দুই দল যেমন সমান ৯টি করে শট নিয়েছে বিপরোতে সমান ২১টি করে ফাউল করেছে। ফাউল করার কারণে আর্জেন্টিনার ৪ জন ও ব্রাজিলের ৩ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। তবে ম্যাচের ৫৫ শতাংশ বলের দখল ছিল মেসি-ডি মারিয়াদের কাছে। এই ম্যাচ জিতলেই আজ কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। তবে ড্র করেও আজই কাতার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে মেসিদের। ইকুয়েডরের কাছে চিলির পরাজয়ের কারণেই ড্র করেও কাতার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার। 

আগের ম্যাচেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচ খেলে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সেরা চার দল সরাসরি খেলবে কাতার বিশ্বকাপ। আর পঞ্চম দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

মন্তব্যসমূহ (০)


Lost Password