নিরাপত্তা জনিত কারণে হঠাৎ পাকিস্তান সফর বাতিল করলো নিউজিল্যান্ড

নিরাপত্তা জনিত কারণে হঠাৎ পাকিস্তান সফর বাতিল করলো নিউজিল্যান্ড

বাংলাদেশ সফর শেষ করে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌছায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ বিকেল সাড়ে তিনটায় ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও টস অনুষ্ঠিত হচ্ছিলা না। ব্যাপার কী? সেটাও বোঝা যাচ্ছিল না। প্রথমে অনেকেই ধারনা করছিলেন করোনা সংক্রান্ত কোন সমস্যা হয়েছে মনে হয়। করোনা নয় নিরাপত্তাজনিত কারণে সিরিজটি বাতিল ঘোষনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দ্রুত তাদের খেলোয়াড়দের দেশে ফিরিয় নেয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট তাদের বিবৃতিতে লিখেছে, ‘পাকিস্তানের বিপক্ষে আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার কথা ছিল দলের। সেখান থেকে পাঁচ ম্যাচের সিরিজ ছিল লাহোরে। কিন্তু পাকিস্তানে হুমকির মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে, ব্ল্যাকক্যাপসরা এই সফরে আর খেলবে না। দলকে ফেরত নেয়ার বন্দোবস্ত করা হচ্ছে'।

সিরিজ বাতিল হওয়া সম্পর্কে বিবৃতি দিয়েছে পিসিবিও। পিসিবি তাদের বিবৃতিতে লিখেছে, ‘কিছুক্ষণ আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তারা কিছু নিরাপত্তা সতর্কতা পেয়েছে এবং একতরফাভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে যারপরণাই হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি, পাকিস্তানে সফরকারি দলের জন্য যে ধরনের নিরাপত্তা দেয়া হয়, তাতে কোনো শঙ্কার প্রশ্ন নেই। শেষ মিনিটে এভাবে সফর গুটিয়ে নেয়া পাকিস্তান এবং বিশ্বের সকল ক্রিকেট ভক্তের জন্যই হতাশাজনক ব্যাপার বলে উল্লেখ করেছে পিসিবি।

মন্তব্যসমূহ (০)


Lost Password