স্পোর্টস ডেস্ক :শারীরিকভাবে সময়টা মোটেও ভাল যাচ্ছে না ফুটবলের রাজা পেলের। ইদানীং হাসপাতালেই বেশি সময় কাটছে তার। হাসপাতাল থেকে বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে। খবর রয়টার্সের।
রুটিন চেকআপ ও শরীরের অবস্থা পর্যবেক্ষণে আগস্টের শেষ দিকে হাসপাতালে গিয়েছিলেন ৮০ বছর বয়সি পেলে। পরীক্ষা-নিরীক্ষায় তার কোলন টিউমার ধরা পড়ে। ৪ সেপ্টেম্বর সফল অস্ত্রোপচারও করেন। পরে আইসিইউয়ে নেওয়া হয়েছিল তাকে। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।
তবে পেলের মেয়ে কেলি নাসিমেন্ত জানিয়েছেন তারা বাবার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন'।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন