স্পোর্টস ডেস্ক : ফুটবল কিংবা ক্রিকেট যে খেলাই হোক না কে সব দলের ১০ নম্বর জার্সির অন্যরকম একটা বিশেষত্ব আছে। এবার পাকিস্তান ক্রিকেট দলের সেই ১০ নম্বর বিশেষ জার্সিটা পেলেন পাকিস্তান দলের তরুণ পেস তুর্কি শাহীন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে শহিদ আফ্রিদির ১০ নম্বর জার্সিটি পরেই খেলবেন শাহিন। অভিষেকের পর থেকে এতদিন ধরে তার জার্সি নম্বর ছিলো ৪০। এখন থেকে ক্যারিয়ারের সামনের দিনগুলোতে হয়তো ১০ নম্বর পরেই খেলতে দেখা যাবে তাকে।
পাকিস্তানের হয়ে দীর্ঘদিন ১০ নম্বর জার্সি পরে খেলেছেন পাকিস্তানি কিংবদন্তী অলরাউন্ডার শহিদ আফ্রিদি। শুধু নামের মিল নয় এই দুজনর মধ্যে শীঘ্রই আত্মীয়তার সম্পর্ক হতে চলেছে। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদির জামাই হতে চলেছেন শাহিন শাহ আফ্রিদি। কথাবার্তা চুড়ান্ত হয়ে গেছে দুই পরিবারের মধ্যে।
কিংবদন্তী ও হবু শ্বশুরের জার্সি পেয়ে বেজায় খুশি ২১ বছর বয়সী শাহিন। নিজের খুশি পকাশ করে শাহিন লিখেছেন, ‘এটা স্রেফ একটা জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এই জার্সি সততা, নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। লালার (শহিদ আফ্রিদি) ১০ নম্বর জার্সি পরে আমি এখন পাকিস্তানের হয়ে খেলবো। আমি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। শুধুই পাকিস্তান'।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন