গুম হচ্ছে একের পর এক নারী, অভিযোগ তালেবানের দিকে

গুম হচ্ছে একের পর এক নারী, অভিযোগ তালেবানের দিকে

আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণীকে তালেবান বাড়ি থেকে তুলে গিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে । বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট এক সূত্র বিবিসিকে জানিয়েছে, নারীদের সমঅধিকারের দাবিতে বিভিন্ন বিক্ষোভে অংশ নেওয়ার পর বুধবার কাবুল থেকে মুরসাল আয়ার নামে ওই তরুণীকে ‘গ্রেফতার’ করা হয়।

সম্প্রতি এ নিয়ে মুরসালসহ নারী অধিকার আন্দোলনে অংশ নেওয়া ছয়জন নারী গুম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তালেবান নারীদের আটক করার খবর অস্বীকার করে আসছে। বরং মুরসালের বিষয়ে তালেবান তদন্ত করছে বলে সংগঠনের এক মুখপাত্র বিলাল কারিমি বিবিসিকে জানিয়েছেন। মুরসাল ছাড়াও, পারওয়ানা ইব্রাহিমখাইল, তামানা পরিয়ানী এবং তার তিন বোন জারমিনা, শফিকা এবং করিমারও নিখোঁজ রয়েছেন। চলতি বছরের ১৬ জানুয়ারি কাবুলে একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর ১৯ জানুয়ারি তারা নিখোঁজ হন বলে বিবিসি জানিয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password