স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল ফরাসি জায়ান্ট পিএসজি এবং ইংলিশ জায়ান্ট ম্যানসিটি। জমজমাট এই ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে উঠে গেছে স্বাগতিক ম্যানসিটি। ম্যান সিটির কাছে হেরে গেলো এক ম্যাচ বাকি থাকতে নকআউট পর্ব নিশ্চিত হয়েছে মেসি নেইমারদের পিএসজির।
হাইভোল্টেজ লড়াইয়ে পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো সিটি। রদ্রির হেডে বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়াতে যাচ্ছিল, গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। ওই আক্রমণেই মুহূর্তের ব্যবধানে আরও দুবার চেষ্টা চালায় স্বাগতিকরা; গোলরক্ষক নাভাস কোনোমতে প্রথমবার ফেরানোর পর রিয়াদ মাহরেজের শট পাশের জাল কাঁপায়। এরপর আরও কিছু আক্রমণ হলেও প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটের সময় এমবাপের গোলে লিড নেয় পিএসজি। ডি-বক্সের বাইরে আন্দের এররেরার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ভিতরে ঢুকে ডান দিকে পাস দিলেন মেসি। প্রতিপক্ষের এক জনের পা ছুঁয়ে বল চলে গেল অরক্ষিত এমবাপের পায়ে। ঠাণ্ডা মাথায় সময় নিয়ে কাছের পোস্ট দিয়ে গোলটি করলেন ফরাসি ফরোয়ার্ড। এটা ছিল চ্যাম্পিয়নস লিগে এমবাপের ৫০তম ম্যাচে গোল। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি পেপ গার্দিওলার শিষ্যরা। ৬৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে সমতা ফেরান রহিম স্টার্লিং। ৭৬ মিনিটে গোলের দেখা পান জেসাসও। বার্নার্ড সিলভার অ্যাসিস্টে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কাই ব্লুজরা।
ইউরোপ সেরা প্রতিযোগিতাটির গত আসরে সেমি-ফাইনালে এই সিটির বিপক্ষে দুই লেগেই হেরেছিল পিএসজি। এবার গ্রুপ পর্বে প্রথম দেখায় জিতে সেই কষ্টে কিছুটা প্রলেপ দেয় তারা। এবার দলটির মাঠে এসে আবারও হেরে বসল নেইমার-এমবাপেরা। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ড খেলা নিশ্চিত করেছে ম্যানসিটি। পরের ম্যাচ হারলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন থাকবে।
এদিকে এই গ্রুপের আরেক ম্যাচে ক্লাব বার্গের বিপক্ষে লিপজিগ জয় পাওয়ায় পিএসজির দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত হয়ে গেছে। ক্লাব আবর্গ জিতলে পিএসজির অপেক্ষা বাড়ত। কিন্তু তারা হেরে যাওয়ায় এখন পিএসজিও উঠে গেছে পরের রাউন্ডে। ৫ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮। সমান ম্যাচে ৪ পয়েন্ট লিপজিগ এবং ক্লাব বার্গের। ফলে পিএসজি শেষ ম্যাচে হারলেও তাদের দ্বিতীয় স্থান থেকে নামানো সম্ভব নয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন