স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়রথ ছুটেছেই প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি)। শনিবার রাতে ২-০ গোলে জেতে পিএসজি। শুরুতে বুলেট গতির শটে দলকে এগিয়ে নেন ইদ্রিসা গেয়ি। চোটের কারণে এই ম্যাচে মেসিকে পায়নি পিএসজি কিন্ত এরপরেও জয় পেতে কোন বেগ পেতে হয়নি তাদের। এই জয়ে চলতি মৌসুমে লিগের ৮ ম্যাচে মাঠে নেমে ৮টিতেই জিতলো তারা।
ঘরের মাঠে শুরু থেকে মোঁপেলিয়েকে চেপে ধরে পিএসজি। প্রতিপক্ষকে নিজেদের অর্ধ ছেড়ে বের হওয়ারই কোনো সুযোগ দিচ্ছিল না তারা। এগিয়ে যেতে বেশি সময় নেয়নি তারা। মাত্র ১৪ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা। এ সময় গোল করে পিএসজিকে এগিয়ে নেন তাদের সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গুয়েয়ি। গোল করাও পরেও সমান তালে খেলতে থাকে পিএসজি। গতির ঝলক দেখান কিলিয়ান এমবাপে। পায়ের কারিকুরিতে ভীতি ছড়ান নেইমার। প্রথমার্ধে গোলের জন্য ৯টি শট নেয় পিএসজি, তিনটি ছিল লক্ষ্যে।
বিরতির পরও ব্যাবধান বাড়ানোর জয় আপ্রান চেষ্টা করতে থাকে পিএসজির খেলোয়াড়রা। ৬০ থেকে ৬৬ মিনিটের মধ্যে তিনটি ভালো সুযোগ হাতছাড়া করে পিএসজি। প্রথমবার, পাল্টা আক্রমণে আশরাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে এমবাপে খুঁজে নিতে পারেননি সতীর্থকে। অবশেষে অ্যাঙ্গেল ডি মারিয়ার বদলি হিসেবে নামা জুলিয়ান ড্রাক্সলার ৮৮ মিনিটে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন পিএসজির।
এই জয়ে চলতি মৌসুমে লিগের ৮ ম্যাচে মাঠে নেমে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে মার্সেই আছে দ্বিতীয় স্থানে। ৮ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে মঁপিলিয়ের আছে একাদশতম স্থানে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন