জোয়ারের পানিতে তলিয়ে গেছে ধান, দিশেহারা কৃষক

জোয়ারের পানিতে তলিয়ে গেছে ধান, দিশেহারা কৃষক

গাজীপুরের কালিয়াকৈরে মকশ, কালিয়াদহ, বোয়ালীসহ বেশির ভাগ বিলে অসময়ে জোয়ারের পানি আসায় সেখানে চাষ করা বোরো ধান কাটা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যার কারণে দিশেহারা কৃষকরা। কালিয়াকৈর উপজেলার বেশ কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে দেখা গেছে, অসময়ে তুরাগ নদে পানি বৃদ্ধি তীরবর্তী নিচু এলাকায় কয়েকশ বিঘা জমির কাঁচা ও আধাপাকা ধান ডুবে যাচ্ছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন অসহায় হয়ে পড়া কৃষকরা।

গত দুই দিনে উপজেলার কালিয়াদহ বিল ও মকসবিলের আশপাশের নিচু এলাকায় প্রায় আড়াই থেকে তিন হাত পানি বৃদ্ধি পেয়েছে। পানি বেড়ে যাওয়ায় অধিকাংশ ক্ষেতের কাচা ও আধাপাকা ধান কাটতে শুরু করেছে কৃষকরা। কালিয়াকৈর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় এবার ১০ হাজার ১৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছে কৃষকরা।

আবহাওয়া অনুকূলে থাকায় এবং বীজ, সার, ও কীটনাশক কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে থাকার কারণে কালিয়াকৈর উপজেলার বাঁশতলী, কালিয়াদহ, মকশ বিল, বড়ইবাড়ি, তালতলিসহ বিভিন্ন এলাকায় বোরো ধান আবাদের বাম্পার ফলন হয়েছে। গাজীপুরে তেমন বৃষ্টি না হলেও আশপাশের জেলার বৃষ্টির পানি তুরাগ নদ হয়ে বিলগুলিতে চলে আসছে। এতে অসময়ে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বিলের কাঁচা ও আধা পাকা বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে।

মকশ বিল, কালিয়াদহ, আলোয়া বিলের শত শত হেক্টর বোরো ধান ক্ষেত এখন পানির নিচে। বিভিন্ন গ্রামের নিচু এলাকার কমপক্ষে পাঁচ হাজার হেক্টর বোরো ধান ক্ষেত তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পরেছেন কৃষকরা। একদিকে জোয়ারের পানিতে জমির ধান নষ্ট অপর দিকে ধানকাটা শ্রমিকের মজুরি জনপ্রতি আটশ থেকে এক হাজার টাকা হওয়ায় অনেকেই শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না বলে জানা গেছে।

নিখিল চন্দ্র সরকার বলেন, ‘তিন বিঘা জমিত ধান লাগাইছিলাম। এর মধ্যে বেশিরভাগই পানিতে তলাইয়া গেছে। দুই দিনে আড়াই হাত পানি বাড়ছে, অহন ধানের চিন্তায় রাইতে ঘুমাইতে পারি না। অনেক ট্যাহা লছ হইয়া যাইবো। হের লাইগা কাচা ধানই কাইটা ফালাইতাছি।

জোয়ারের পানির লাইগা অনেক ক্ষতি অইলো। কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কালিয়াকৈর উপজেলায় এবার ১০ হাজার ১৭৫ হেক্টর জমিতে বোরে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে দেড় থেকে দুই হাজার হেক্টর জমি বিভিন্ন বিলের মধ্যে। গত কয়েকদিন ধরে তুরাগ নদ হয়ে জোয়ারের পানিতে ধান ডুবে গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password