স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল পাকিস্তান ও ওয়েষ্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ দলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেগেছিল শঙ্কা। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ- সবমিলিয়ে মোট ৮জন করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে ওয়ানডে সিরিজ স্থগিত করার সিন্ধন্ত নেয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ হতে পারেছে, যা ৩-০ ব্যাবধানে জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন সূচিতে আগামী বছরের জুনে হবে তিন ম্যাচের এই সিরিজ।
পাকিস্তানে আসার পরেই তিন ক্যারিবীয় ক্রিকেটারের করোনা পজিটিভ ধরা পড়ে। তাদেরকে আইসোলেশনে রাখা হলেও পরবর্তীতে, গত বুধবার আরও ৫ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য, চলতি বছর পাকিস্তানে দ্বিতীয়বারের মতো সিরিজ বাতিল হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগস্টে নিউ জিল্যান্ড পাকিস্তানে গিয়েও নিরাপত্তা শঙ্কায় চলে আসে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন