সিরিজে এগিয়ে যেতে ৯৩ রান প্রয়োজন পাকিস্তানের

সিরিজে এগিয়ে যেতে ৯৩ রান প্রয়োজন পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনশেষে জয়টাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে পাকিস্তনের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইতোমধ্যে দুই ওপেনারই ১০৯ রান তুলে ফেলেছেন। জয়ের জন্য আর ৯৩ রান দরকার পাকিস্তানের। ৫৬ রানে ব্যাট করছেন আবিদ আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ৫৩ রানে। টাইগারদের নির্বিষ বোলিং পাকিস্তানের ওপেনিং জুটিতে কোনো চিড় ধরাতে পারেনি। শেষদিনে অতিমানবীয় কিছু না হলে এই ম্যাচে হার এড়ানোর উপায় নেই বাংলাদেশের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪৪ রানের লিড পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৫৭ রানে। এতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২০২ রান। চতুর্থ দিনের শুরুতে বেশ ভালোভাবেই এগুচ্ছিল বাংলাদেশ। যদিও দিনের প্রথম ওভারেই আউট হন মুশফিকুর রহিম। তবে এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন ইয়াসির আলি রাব্বি ও লিটন দাস। কিন্তু শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে কনকাসন হয়ে মাঠ ছাড়তে হয় ইয়াসির রাব্বিকে। তার ব্যাট থেকে আসে ৩৬ রান। ইয়াসিরের জায়গায় কনকাসন সাব হয়ে আসেন নুরুল হাসান সোহান। তিনি জুটি গড়ার ইঙ্গিত দিলেও আউট হয়ে যান ১৫ রান করে।

প্রথম ইনিংসে শতক হাঁকানো লিটন দাস এই ইনিংসেও ছিলেন উজ্জ্বল। তবে ৮৯ বলের মোকাবেলায় ৫৯ রানের ইনিংস ছাড়া আর কেউই প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি। এতে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠা টাইগাররা মাত্র ৫ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password