আল আমিন মুন্সী : নারীর সুস্বাস্থ্য ও জাগরণ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নরসিংদীর পলাশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। স্মাইল-সিক্রেট অফ ইউর হ্যাপিনেস এর আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঘোড়াশাল পৌরসভা কার্যলয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।পরে ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা-নিগার সুলতানা রুজি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌরসভা মেয়র-আল মুজাহিদ হোসেন তুষার।
ডাঃনজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ,রিনা নাসরিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুপাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনুকা ইয়াছমিন, পৌর মহিলা কাউন্সিলর লিমা বেগম, জাকিয়া সুলতানা লিজা,।স্মাইল-সিক্রেট অফ ইউর হ্যাপিনেস এর প্রতিষ্ঠাতা-ফারাবি রহমান আলিফ। সভাপতি-ইমন ফারাবি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন