নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, আহত ৩০ জন

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, আহত ৩০ জন

সেনবাগ ফেনী সড়কে বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে যায়। এতে ৩০ যাত্রী আহত হয়েছেন। রোববার বিকাল ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার দিঘী রাস্তার মাথাসংলগ্ন সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি মজুমদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁধন পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে নোয়াখালী আসার পথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উত্তর পার্শ্বের খালে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করে সেবারহাটসহ সেনবাগের কয়েকটি হাসপাতালে নিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি মজুমদার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password