করোনা কাটিয়ে বর্ষবরণে এসে উচ্ছ্বাসিত মানুষ

করোনা কাটিয়ে বর্ষবরণে এসে উচ্ছ্বাসিত মানুষ

মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে গত দুই বছর বন্ধ ছিলো দেশের ঐতিহ্যবাহী বর্ষবরণের অনুষ্ঠান। তবেএবার রমনা বটমূলে পহেলা বৈশাখের উৎসবে এসে আনন্দিত সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রমনা বটমূলে দেশের ভিবিন্ন প্রান্ত থেকে আসা মানুষের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।

সকালে রমনায় অনুষ্ঠান দেখতে আসা নারায়ণগঞ্জের বাসিন্দা হৃদয় আহমেদ বিডিটাইপকে বলেন, করোনার প্রকোপের কারণে গত দুইবছর দেশের এই অতিহ্যবাহী এই অনুষ্ঠান হয়নি। এ বছর পহেলা বৈশাখের আয়োজন হচ্ছে। এছাড়া রমজান মাস। ভেবেছি উপস্থিতি কম হবে। কিন্তু এসে দেখছি হাজার হাজার মানুষ। পান্তা ইলিশের আয়োজন না থাকলেও এসে ভালো লাগছে। আয়োজনটাও বেশ হয়েছে।

পরিবার ও আত্মীয়দের নিয়ে রাজধানী যাত্রাবাড়ী থেকে আসা সুজন বলেন, মহামারি করোনার জন্য টানা দুটি বছর নববর্ষের অনুষ্ঠান হয়নি। এ বছর সরকারিভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য বছর অনেক মানুষ হয়ে থাকে নববর্ষের এই অনুষ্ঠানে। রমজানে রোজা রাখার কারণে অনেকে হয়তো আসতে পারেননি। বিভিন্ন রঙের পোশাক পরে মানুষের উপস্থিতি বেশ ভালো লাগছে।

নিজের কাকার সঙ্গে রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠান দেখতে আসা ছোট্ট তনু বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে এসে আমি আনন্দিত। ভালো লাগছে অনুষ্ঠান দেখে। সবাই সেজেছে তা দেখে খুব ভাল লেগেছে । আমি আর দেখি নাই এটাই আমার প্রথম।

মন্তব্যসমূহ (০)


Lost Password