নওগাঁর মান্দায় আগুনে পুড়লো পেট্রোল তেল ও ভ্যাটেনারি ঔষুধের দোকান।
এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কি ভাবে আগুনের উৎপত্তি ঘটলো এটা জানা যায়নি। এঘটনায় একজন গুরুত্বর আহত হয়েছেন। আহত ব্যক্তির অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার গনেশপুর ইউপির দক্ষিণ পারইল গ্রামের ফেরিঘাট এলাকায়।
জানাগেছে, ফেরিঘাটের পুর্বপার্শ্বে দুপুর দেড় টার দিকে ভাই ভাই সুপার মার্কেটে অবস্থিত সাগরের পেট্রোল ও ডিজেলের দোকানে আগুন লাগে। সেই আগুন থেকে পেট্রোল তেলের ব্যারেল বিস্ফোরিত হয়ে পার্শ্বের এবি টেড্রার্স নামে ভ্যাটেনারি দোকানে আগুন লাগে। এতে পেট্রোল ও ভ্যাটেনারি দোকান পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন