আল আমিন মুন্সী : একুশে বইমেলা উপলক্ষে কবিতাচর্চা থেকে প্রকাশিত হলো বিলুপ্ত করো বিলাপ। ২০ ফেব্রুয়ারী বিকেল ৫ টায় মোড়ক উন্মোচিত হয়।
মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অবঃ) সুলতানা রাজিয়া, বরেণ্য চিত্র পরিচালক বদিউল আলম খোকন, কবি বদরুল হায়দার, জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক কবি মাসুদ পথিক, সুরকার মুরাদ নূর, বন কর্মকর্তা জনাব জসিম উদ্দিন সহ অনেকে।
বিলুপ্ত করো বিলাপ বই নিয়ে লেখক আমিরুল হাছান বলেন, মনের খেয়ালে নিজের মনকেই খুঁজেছি। চোখের পানিকে বিলুপ্ত করে। আগত সম্মানিত অতিথি ও পাঠকদের ধন্যবাদ।প্রকাশিত বই বিলুপ্ত করো বিলাপ বই মেলার ৩৩০ নাম্বার কবিতাচর্চা স্টলে পাওয়া যাবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন