সারাদেশে হাসপাতাল এবং ডায়াগনস্টিক ও ক্লিনিক সমূহের সুপারভিশন ও মনিটরিং বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চরফ্যাশনে সব গুলি ডায়াগনস্টিক, ক্লিনিক ও হাসপাতাল এ অভিযান চালানো হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ডাক্তার নাহিদ হাসান, মেডিক্যাল অফিসার, চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লক্সে।
অভিযানে মোট ০৭ টি ডায়াগনস্টিক সেন্টার পুরোপুরি সিলগালা করা হয়েছে। এগুলি হল ১.শশীভূষণ থানা : আঞ্জুর হাট ডায়াগনস্টিক সেন্টার। ২. দুলারহাট থানা : পপুলার ডায়াগনস্টিক। দক্ষিণ আইচা থানা: ৩.ফ্যাশন ডায়াগনস্টিক ৪. জেনারেল ডায়াগনস্টিক চর ফ্যাশন: ৫.আদর্শ ডায়াগনস্টিক ৬.আফিয়া ডায়াগনস্টিক ৭. ভোলা চক্ষু সেন্টার । মোট ০৭ টি।
এছাড়াও লাইসেন্স এর আবেদন প্রক্রিয়াধীন থাকায় আরো চারটি ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক কে কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ১. এস টি এস ডায়াগনস্টিক। ২. প্যারাডাইস ডায়াগনস্টিক। ৩. ইকরা ডায়াগনস্টিক ও হাসপাতাল। ৪. নাজমা ডায়াগনস্টিক ও হাসপাতাল। পরবর্তীতে এসব ডায়াগনস্টিক, ক্লিনিক এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান বজায় আছে কিনা সেবিষয়ে অভিযান চালানো হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন