নওগাঁর আত্রাইয়ে সি পিএল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে সি পিএল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে সি পি এল( চক শিমলা প্রিমিয়ার লীগ) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ও খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১১ফেব্রুয়ারী) আত্রাই উপজেলার চক শিমলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রজন্মের আলো/প্রজন্ম মেলা এর সৌজন্যে সিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রানার্সআপ ও চ্যাম্পিয়ন এবং ম্যান অফ দ্যা ম্যাচ দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও কাপ পুরস্কার বিতরণ করা হয়। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চক শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি এসএম নজরুল ইসলাম (সুইট)। উপস্থিত ছিলেন সি পি এল ক্রিকেট টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তরুণ উদ্যোক্তা মোঃ সাদেকুর রহমান (বাধন), দুই নাম্বার ওয়ার্ডের মহিলা মেম্বার বেগমা আরা, শাহাদাত হোসেন, খোরশেদ আলম, মছির শাহ , সহ গ্রামবাসী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

ক্রিকেট টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তরুণ উদ্যোক্তা মোঃ সাদেকুর রহমান বাঁধন বলেন , তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম সুস্থ দেহ সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে তরুণ যুব সমাজকে তামাক ও প্রযুক্তি আসক্তি তথা সোশ্যাল মিডিয়া থেকে ফিরিয়ে খেলাধুলা ওপর গুরুত্ব আরোপ করেন । ভাষ্যকার ছিলেন যুবলীগ নেতা মাসুদ রানা মুক্তা , খেলা পরিচালনা করেন চক শিমলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুর রহমান।

মন্তব্যসমূহ (০)


Lost Password