করোনায় তিন সপ্তাহ বা ২১ দিন বয়সী এক শিশু মারা গেছে কাতারে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। এ নিয়ে দেশটিতে করোনায় দ্বিতীয় শিশুর মৃত্যু হলো। বিবৃতিতে বলা হয়েছে, ‘যে কোনো বয়সী মানুষই যে কোভিড-১৯ এ আক্রান্ত হতে হতে পারে, এটি তা কঠিনভাবে মনে করিয়ে দিল।
কাতারে মহামারির চলতি ঢেউয়ে আরও বেশি সংখ্যক শিশু আক্রান্ত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘এটি এ কারণে নয় যে ওমিক্রন আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় শিশুদের জন্য বেশি মারাত্মক, এ কারণে যে ওমিক্রন আরও বেশি সংক্রামক এবং বেশিসংখ্যক লোককে আক্রান্ত করছে।
সূত্র : আল-আরাবিয়া
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন