স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এসে প্রথম জয়ের মুখ দেখল রাজশাহী বিভাগ। প্রীতম কুমার ও ফরহাদ রেজার সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৬৬ রানে পরাজিত করে রাজশাহী।
৪১৪ রানের বিশাল টার্গেটে নেমে চট্টগ্রাম ধুঁকছিল চট্টগ্রাম। চতুর্থ দিনের খেলা শেষে ৭ উইকেটে ২২৬ রানে দিন সংগ্রহ করে চট্টগ্রাম। ইরফান শুক্কুর ২৩ ও মেহেদী হাসান রানা ৪ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনে মাত্র ৫ ওভারে ২১ রান করতেই গুটিয়ে যায় চট্টগ্রাম। ৪১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪৭ রানে অলআউট হয় চট্টগ্রাম। সানজামুল ইসলাম সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার।
জাতীয় লিগের আরেক খেলায় ঢাকা মেট্রোকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় জয় পেয়েছে বরিশাল। পঞ্চম রাউন্ডের খেলায় সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ডে ৭ উইকেটে জিতেছে ফজলে মাহমুদ রাব্বির দল। ৭ উইকেটে ৩০৩ রানে শেষ দিনের খেলা শুরু করেছিল মেট্রো। লিড ছিল ৪২ রানের। মোহাম্মদ শরিফউল্লাহ আর ছয়টি রান করে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। কিন্তু বাকি ৩ উইকেট তারা হারায় ২২ রান করতেই। ৩২৫ রানে গুটিয়ে যায় মেট্রো। ১২২ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন শরিফউল্লাহ। চার উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার রুবেল মিয়া। ৬৪ রানের লক্ষ্য পায় বরিশালের।
রান তাড়া করতে নেমে পাঁচ বলের মধ্যে ৩ রানের ব্যবধানে মোহাম্মদ আশরাফুল (১০) ও ফজলে রাব্বি (০) আউট হন। তবে সালমান হোসেন ইমনকে নিয়ে আবু সায়েম চৌধুরীর ৩৬ রানের জুটিতে সহজ জয়ের কাছে পৌঁছায় বরিশাল। সালমান ২০ রানে আউট হন জয় থেকে চার রান আগে। সায়েম ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ২৪.৪ ওভারে ৩ উইকেটে ৬৫ রান করে বরিশাল।
বরিশাল ও চট্টগ্রাম দুই দলই দুটি করে জয় পেয়েছে। তবে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের পয়েন্ট তালিকায় শীর্ষে বরিশাল, ৬ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় চট্টগ্রাম (১১)।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন