মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জয়

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম এলক্লাসিকোতে ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ডেভিড আলাবার চমৎকার গোলে লিড নেয়ার পর ইনজুরি টাইমে লুকাস ভাজকেজের গোলে জয় নিশ্চিত হয় কার্লো অ্যানচেলোত্তির দলের। যদিও খেলার একেবারে অন্তিম মুহূর্তে সার্জিও অ্যাগুয়েরোর গোলে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা।

প্রথমার্ধের ২৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। কিন্তু ডেস্টের শট একটুর জন্য পোস্ট মিস করে। কাউন্টার অ্যাটাকে ৩১ মিনেটে গোল তুলে নেয় রিয়াল। গোছানো এক আক্রমণ থেকে রদ্রিগোর পাস থেকে গোল করেন ডেভিড আলাবা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা বেশ কয়েকবার বিপজ্জনকভাবে রিয়ালের গোলমুখে ঢুকে পড়েছিল। কিন্তু রক্ষণভাগের দৃঢ়তার কারণে তাদের চেষ্টাগুলো সফলতার মুখ দেখেনি। এর মধ্যে পেশীতে আঘাত পেয়ে ভিনিসিয়ুস মাঠ ছাড়লে রিয়ালের আক্রমণের গতি কিছুটা কমে যায়। যদিও তাতে দ্বিতীয় গোল পেতে কোন সমস্যাই হয়নি তাদের। ৯০+৩ মিনিটের মাথায় লুকাস ভাসকেজ গোল করে ব্যবধান ২-০ করেন। কিন্তু ৯০+৭ মিনিটে গোল পেয়ে যায় বার্সেলোনাও। এ সময় ফাতির বদলি হিসেবে নামা সার্জিও আগুয়েরো সতীর্থ ডেস্টের ক্রস থেকে গোল করেন। যা ছিল বার্সেলোনার জার্সিতে তার প্রথম গোল।

এই জয়ের ফলে ৬১ বছর আগের স্মৃতি ফেরাল রিয়াল মাদ্রিদ। সবশেষ ১৯৬১ সালে টানা চারটি এল ক্লাসিকো জিতেছিল তারা। ৯ ম্যাচে ৬ জয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই কার্লো আনচেলত্তির দল। সমান ম্যাচে সমান জয়ে সমান পয়েন্টে দুই নম্বরে সেভিয়া। ৯ ম্যাচে ৪ হয়ে ১৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে বার্সেলোনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password