শেরিফের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

শেরিফের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই অখ্যাত শেরিফ তিরাসপোল হারিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। তাও আবার রিয়ালের ঘরের মাঠে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের অন্যতম বড় অঘটন হিসেবে বলা হচ্ছে এই ম্যাচকে। তবে শেরিফের কাছে পথহারা হয়নি স্প্যানিশ জায়ান্টরা।এরপর রিয়াল ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে। পরবর্তী ৩ ম্যাচ জিতে শেষ ষোলোর পথে এগিয়ে থেকেছে। গতকাল মধ্যরাতে ফিরতি লেগে শেরিফের মাঠে তাদের মুখোমুখি হয় রিয়াল। মালদোভার ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যেত পারতো রিয়াল। দশম মিনিটে খুব কাছ থেকে বল জালেও পাঠান বেনজেমা। টনি ক্রুস শট নেওয়ার সময় ফরাসি এই স্ট্রাইকার ও রদ্রিগো ছিলেন অফসাইডে। তাই মেলেনি গোল। শেরিফকে প্রবল চাপে রাখলেও গোলের নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না রিয়াল। ৩০তম মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় আলাবার গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়ালের হয়ে ব্যাবধান দ্বিগুন করেন টনি ক্রুস আর বিরতি থেকে ফিরে (৫৫ মিনিটে) দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা গোল করলে ব্যবধান হয় ৩-০।

৫ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। তারা নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইন্টার মিলানও। চমক দেখানো শেরিফের পয়েন্ট ৬। তবে রিয়াল ও ইন্টারের মধ্যে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন সেটা বুঝা যাবে শেষ ম্যাচের পর।

মন্তব্যসমূহ (০)


Lost Password