মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদের গোল উৎসব

মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক: কার্লো আনচেলত্তির অধীনে এবারের লা লিগায় রিতীমত উড়ছে রিয়াল মাদ্রিদ। সবশেষ ৬ ম্যাচে তারা ২১ গোল করেছে। যা ৩৪ বছরের মধ্যে মৌসুমের শুরুতে তাদের সর্বোচ্চ গোলের রেকর্ড। দুর্বল মায়োর্কাকে পেয়ে গোল উৎসবই করল রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে মার্কো অ্যাসেনসিওর হ্যাটট্রিক ও কারিম বেনজেমা জোড়া গোলে ৬-১ ব্যবধানের জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্য গোলটি এসেছে ইস্কোর পা থেকে।

ঘরের মাঠে তৃতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। মার্তিন ভালিয়েন্তের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে তালগোল পাকিয়ে বল হারান হোসেফ গায়া। সুযোগটা কাজে লাগান কাছেই থাকা বেনজেমা। ছুটে গিয়ে বল ধরে বাকিটা অনায়াসে সারেন এই ফরাসি স্ট্রাইকার। ২৪ মিনিটে দলটি পেয়ে যায় দ্বিতীয় গোলও। রদ্রিগো গোয়েজের শট ঠেকিয়ে দিলেও অ্যাসেনসিওর চেষ্টা রুখতে পারেননি মায়োর্কা গোলরক্ষক। দুই গোলে এগিয়ে যাবার পর রিয়ালের খেলায় কিছুটা ছন্দ প্তন হয়। আর সেই সুযোগে মায়োর্কার লি ক্যাং-লি বায়বধান কমান। এতে অবশ্য চিন্তার কিছুই হয়নি রিয়ালের জন্য। কেননা ২৯ মিনিটের সময় ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করে স্বস্তি ফেরান অ্যাসেনসিও। ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে (৫৫ মি.) হ্যাটট্রিক পূর্ণ করেন আসেনসিও। তাতে ব্যবধান হয় ৪-১। এরপর ৭৮ মিনিটে বেনজেমা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে রিয়াল এগিয়ে যায় ৫-১ ব্যবধান। চলতি মৌসুমে ষষ্ঠ ম্যাচে এটা ছিল বেনজেমার অষ্টম গোল। এ ছাড়া ৭টি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। অর্থাৎ চলতি মৌসুমে রিয়ালের ২১ গোলের ১৫টিতেই রয়েছে ফরাসি এই স্ট্রাইকারের অবদান। গতরাতে রিয়ালের হয়ে ক্যারিয়ারের ২০০ গোলের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড। ৮৪তম মিনিটে স্কোরশিটে নাম লেখান ইসকো। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল ধরে দারুণ গতিতে এগিয়ে যান ভিনিসিউস। একটু দুরূহ কোণ থেকে শট না নিয়ে তিনি খুঁজে নেন ডি-বক্সে অরক্ষিত ইসকোকে। অভিজ্ঞ এই মিডফিল্ডারের স্রেফ একটা টোকা দরকার ছিল।

এ বড় জয়ের পর ছয় ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে রিয়াল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে মায়োর্কা। শিরোপাধারী অ্যাতলেটিকো মাদ্রিদ সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password