ভিনিসিয়াস-বেনজেমার দারুণ নৈপুণ্যে লা লিগার শীর্ষে রিয়াল

ভিনিসিয়াস-বেনজেমার দারুণ নৈপুণ্যে লা লিগার শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় রোববার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। এই জয়ের ফলে লা লিগায় তিন মৌসুম পর ভ্যালেন্সিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। স্প্যানিশ লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে যাওয়া মানেই রিয়ালের পয়েন্ট খোয়ানো। ভিনিসিয়াস ও বেনজামা এবার তা বদলে দিলেন।

ম্যাচের শুরু থেকে রিয়ালের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল ভ্যালেন্সিয়া।নিজেদের কাছে বল পজিশন ধরে রেখে আক্রমণের চেষ্টা করছিল রিয়ালও। তবে প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটের মাথায় নিজেদের ভুলে গোল হজম করে রিয়াল। ডান দিক থেকে আসা ক্রস ভাস্কুয়েজের মাথায় লেগে চলে যায় ভ্যালেন্সিয়ার দুরোর পায়ে। দারুণ এক কোনাকুনি শটে সহজেই দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া যখন জয়ের স্বপ্ন দেখছিল ঠিক তখন জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র। ৮৬ মিনিটে বেনজেমার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিউস।

আর দুই মিনিট পর করিম বেনজেমার কাঁধে লেগে বল জালে জড়ালে নিশ্চিত হয়ে যায় রিয়ালের জয়। এই জয়ে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রিয়াল। অবশ্য আজ ভ্যালেন্সিয়া জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতো তারা। ১১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।

মন্তব্যসমূহ (০)


Lost Password