বৃষ্টি পেয়ে বসেছে ভারত-পাকিস্তান ম্যাচ। রোববারের মতো আজও বৃষ্টি। এ কারণে রিজার্ভ ডের খেলা শুরু হতে দেরি হচ্ছে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখার সময় মাঠ কাভারে ঢাকা রয়েছে। খেলা কখন শুরু হয় সেটিও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। আবহাওয়া অফিস আগেই জানিয়ে রেখেছিল-রিজার্ভ ডেতে বৃষ্টি থাকবে। বৃষ্টির কারণে ভারত পাকিস্তান ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কায় দর্শকরা।
রোববার ভারতের ব্যাটিংয়ের ২৪.১ ওভারে বৃষ্টি নামে। এরপর আর খেলাই শুরু হয়নি। এর আগে প্রথম রাউন্ডে দুদলের খেলা ভেস্তে যায় বেরসিক বৃষ্টিতে। অবশ্য কলম্বোর আবহাওয়া সুখবর দিচ্ছে না বাকি ম্যাচগুলো নিয়েও। ফাইনাল পর্যন্ত প্রতিদিনই আছে বৃষ্টির সম্ভাবনা। সুপার ফোরের বাকি ম্যাচগুলো পরিত্যক্ত হয়ে গেলে ফাইনালে উঠে যাবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
দুই দলই একটি করে ম্যাচ জিতেছে সুপার ফোরে। সেক্ষেত্রে ভারত তৃতীয় দল হিসেবে টুর্নামেন্ট শেষ করবে। দুই ম্যাচ হেরে আগেই ফাইনালের রাস্তা থেকে ইতোমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। ফাইনালও পরিত্যক্ত হলে প্রথমবারের মতো এশিয়া কাপ দেখবে যৌথ চ্যাম্পিয়ন। এশিয়া কাপের সুপার ফোরে কেবল একটা ম্যাচে রিজার্ভ ডে রাখা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। টুর্নামেন্টের মাঝপথে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই।
এক পর্যায়ে তো ভেন্যু পরিবর্তন নিয়েও অনেকদূর এগিয়ে ছিল এসিসি। পরিবর্তিত সূচি অনুযায়ী এখন টানা তিন দিন ম্যাচ খেলতে হচ্ছে ভারতকে। আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কা ও ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। এশিয়া কাপের বাকি ম্যাচগুলোর সূচি: ১২ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ১৪ সেপ্টেবর পাকিস্তান-শ্রীলঙ্কা ১৫ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ফাইনাল কলম্বোতে সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন