নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ডাকাতি করার সরঞ্জামসহ ডাকাত দলের এক সক্রিয় সদস্য আকতার হোসেন (৩২) কে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ। সম্প্রতি সাপাহারে এক মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে সোমবার ০৪ অক্টোবর দিনগত রাত ২টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে আকতার হোসেন (৩২) বলে জানা গেছে। ঘটনা সুত্রে জানা যায়, গত ২ অক্টোবর শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খঞ্জনপুর রামরামপুর গ্রামের ওসমান গনীর ছেলে শান্ত হোসেন সাপাহার বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে ইসলামপুর ও খঞ্জনপুরের মাঝামাঝি স্থানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের নকল পোশাক পরিহিত ৩/৪ জন ছিনতাইকারী তাকে দাঁড় করায়। কিছু বুঝে ওঠার আগেই অভিনব কায়দায় শান্ত’র হাত পা বেধে রেখে বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় তারা।
এরই সূত্র ধরে পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে উপজেলার নিশ্চিতপুর দিঘী পাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী আকতারের বাড়ি তল্লাশী করে আর্ম পুলিশ ব্যাটালিয়নের ১সেট নকল পোশাক , ৫টি মোবাইল ফোন, ১টি হাসুয়া, একটি এন্টিকাটার, ৩টি টর্চ ও ১টি বড় মাপের লোহা কাটা প্লাস উদ্ধার সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালত সোপর্দ করা হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গ্রেফতারকৃত আকতার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসাইকেল ছিনতাই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন