বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কুমিল্লার মেঘনা উপজেলার কৃতি সন্তান মোঃ রবিন মিয়া। সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এই খবর জানানো হয়।
সোমবার (৪ডিসেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্র হতে এই খবর পাওয়া যায়।
মেঘনা উপজেলার প্রবীন নেতাদের থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই নবনিযুক্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ সম্পাদক পদে মনোনীত মোঃ রবিন মিয়া স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মেঘনা উপজেলায় রাজনীতি করে আসছেন।
মোঃ রবিন মিয়া মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজেও করেছেন ছাত্র রাজনীতি। যদিও তার রাজনীতী শুরু সেই স্কুল জীবন থেকে। এছাড়াও তিনি ধারাবাহিকভাবে অংশ নিয়েছেন সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় সাহসিকতার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন তিনি। দলের প্রতি মোঃ রবিন মিয়া আনুগত্য ও কর্মতৎপরতার কারণে তাকে এ পদে মনোনীত করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।
বিডিটাইপকে এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনিযুক্ত সহ-সম্পাদক রবিন মিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর সেই আদর্শ ও নীতি বুকে ধারণ করেই যুগের পর যুগ ছাত্রলীগের এই পথচলা। আদর্শ ও নীতি ছাড়া কোনোদিন নেতৃত্ব তৈরি হয় না। নীতি ছাড়া কেউ কোনোদিন মানুষের কল্যাণে কাজ করতে পারে না। নীতি ও আদর্শ ছিল বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অবদান রাখতে পেরেছিলেন। আর তার সেই নীতি ও আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।
রবিন মিয়া আরও বলেন, ১৯৪৮ সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমান উপমহাদেশের বৃহৎ এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি।
এছাড়াও রবিন মিয়া বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অংগসংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
অবশেষে মেঘনা উপজেলাসহ সারা দেশবাসীর কাছে যেন সততা বজায় রেখে কাজ করতে পারে এমন দোয়া চেয়েছেন মোঃ রবিন মিয়া।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন