টানা কয়েক ঘণ্টা বিরতিহীনভাবে গোলাবর্ষণ করেছে রাশিয়া

টানা কয়েক ঘণ্টা বিরতিহীনভাবে গোলাবর্ষণ করেছে রাশিয়া

ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর মারিউপোলে টানা কয়েক ঘণ্টা বিরতিহীনভাবে গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনারা। শহরটির উপ-মেয়র সার্গেই ওরলভ জানিয়েছেন, নদীর পাশে অবস্থিত শহরটির একটি অংশ পুরোপুরি ধসিয়ে দিয়েছে রাশিয়া। তারা আশঙ্কা করছেন এই অব্যহত গোলাবর্ষণে কয়েকশ মানুষ মারা গেছেন।

গণমাধ্যম বিবিসিকে রাশিয়ার হামলার ব্যপারে শহরটির উপ-মেয়র বলেন, আমরা জানি না কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের বিশ্বাস কয়েকশ মানুষ মারা গেছেন। আমরা দেহগুলো উদ্ধারও করতে পারছি না। তিনি আরও বলেন, যত অস্ত্র আছে সব নিয়ে রাশিয়ার সেনারা ঝাঁপিয়ে পড়েছে।

আর্টিলারি, রকেট, বিমান সব দিয়ে হামলা করছে। তারা শহরটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায়। তিনি আরও দাবি করেন, ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে রাশিয়া শহরটিকে ধ্বংস করে দিতে সব ধরনের হামলা চালাচ্ছে।

সূত্র: বিবিসি

মন্তব্যসমূহ (০)


Lost Password