গ্রেফতারের ১৯তম দিনের দিনের মাথায় তৃতীয় দফায় শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় আটক করা সেই বিজ্ঞানশিক্ষক হৃদয় মণ্ডলের । পাঁচ হাজার টাকা মুচলেকায় রোববার (১০ এপ্রিল) বেলা ১টায় মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া।
রোববার (১০এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হৃদয় মণ্ডলের আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। জানা যায়, মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ে ২০ মার্চ দশম শ্রেণির ক্লাসে বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হৃদয় মণ্ডল। তিনি ধর্মকে একটি ‘বিশ্বাস’ এবং বিজ্ঞানকে ‘প্রমাণভিত্তিক জ্ঞান’ হিসেবে ব্যাখ্যা করেন। গোপনে তার বক্তব্যের অডিও ধারণ করে এক শিক্ষার্থী।
ওই দিন বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ। এবং ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়।
হৃদয়ের জামিনের পর তার আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘বিচারক পাঁচ হাজার টাকার বন্ডে হৃদয় মণ্ডলের জামিন আবেদন গ্রহণ করেছেন। যে কুচক্রী মহল দেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছিল, ধর্মকে ইস্যু করে হৃদয় মণ্ডলের মতো একজন বিজ্ঞানশিক্ষককে বিপদে ফেলতে চেয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি।’ হৃদয় মণ্ডল ক্লাসে ধর্মের কোনো অবমাননা করেননি দাবি করে তার আইনজীবী বলেন, ‘কারণ হৃদয় মণ্ডল তার কথোপকথনে বলেছেন, বিজ্ঞান হচ্ছে যুক্তি, ধর্ম হচ্ছে বিশ্বাস।
কোর্টে বাদী আসাদও এ কথাই স্বীকার করেছেন।’ কারাগার থেকে হৃদয়ের ছাড়া পেতে কতক্ষণ লাগতে পারে এমন প্রশ্নে আইনজীবী আমানুল্লাহ বলেন, ‘আজই আমরা জামিননামা জমা দেব। এই জামিননামা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তারা যাচাইবাছাই করবে।
এরপর সন্ধ্যা নাগাদ হৃদয় মণ্ডল মুক্তি পাবেন বলে আমরা আশা করছি। হৃদয় চন্দ্র মণ্ডল জামিন পাওয়ার পর তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্ত্রী ববিতা হাওলাদার। বলেন, আমি এখন অনেক খুশি। আমি আমার হাজবেন্ড নিয়ে বাড়িতে যেন নিরাপদে থাকতে পারি রাষ্ট্রপতির কাছে এটাই চাচ্ছি। আমার হাজবেন্ড যেন নিরাপত্তাহীনতায় না ভোগে এটাই চাওয়া।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন