কুমিল্লায় শান্তি সুনীতি স্মৃতি পাঠাগার ও শিশু কিশোর মেলা

কুমিল্লায় শান্তি সুনীতি স্মৃতি পাঠাগার ও শিশু কিশোর মেলা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুমিল্লায় শান্তি সুনীতি স্মৃতি পাঠাগার ও শিশু কিশোর মেলা, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লার রাজগঞ্জ রাজবাড়ী পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদ কুমিল্লা জেলা ইনচার্জ ও শান্তি সুনীতি পাঠাগারের আহবায়ক কমরেড আবদুর রাজ্জাক।সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ফরিদ উদ্দীন, কুমিল্লা ইউসুফ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ,শান্তি সুনীতি পাঠাগারের সদস্য সচিব নাসিরুল ইসলাম মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি আল কাদেরী জয়,বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য জহিরুল ইসলাম সাদিক,পাঠাগারের সদস্য মানিক কর,সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য ফারজানা আক্তার,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সঞ্জিত কুমার কর্মকার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সংগঠক জাহাঙ্গীরসহ অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।

শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আবৃত্তি ও পাঠ করে স্কুল শিক্ষার্থী তানহা।

কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদেরদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password