চীনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণ শুরুর পর থেকে দেশটিতে গত বুধবার এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে। একই সঙ্গে গত কয়েক মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে। চীনে বুধবার করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩১ হাজার ৫২৭।
ভাইরাসটির বিস্তার মোকাবেলায় অতি কঠোর বিধি-নিষেধ আরোপ করেও দৃশ্যত সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে দেশটি। রাজধানী বেইজিং ও দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী গুয়াংজুসহ বেশ কয়েকটি প্রধান শহরে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চীনের ‘শূন্য কভিড নীতি’ অনেকের জীবন বাঁচিয়েছে। তবে দেশটির অর্থনীতি ও জনগণের ওপর এর প্রভাব পড়েছে।
কয়েক সপ্তাহ আগে কভিড বিধি-নিষেধ কিছুটা শিথিল করে চীন। এর পরই নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে বেশ কয়েকটি অঞ্চলে কিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে। দোকানপাট, স্কুল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে চেংচাউ শহরের ৬০ লাখ বাসিন্দা কঠোর লকডাউনে থাকবে বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সূত্র : বিবিসি
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন