আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

একদিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইতুং কাউন্টি। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। শনিবারও একই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

এ ঘটনার পরপরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সুনামি সতর্কতা জানায়। ভূমিকম্পের আঘাতে অঞ্চলটির এক হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরোপুরি ধসে পড়েছে শতাধিক ঘরবাড়ি। ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছেন অনেকেই। এখন পর্যন্ত দেড়শর বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পাহাড়ি এলাকায় আটকা পড়েছে ৬শর বেশি মানুষ। পুরো অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের পাশাপাশি যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরাও।

মন্তব্যসমূহ (০)


Lost Password