পুলিশকে নতুন পোশাক দেবে তালেবান ডাকাতি, ছিনতাই রুখতে

পুলিশকে নতুন পোশাক দেবে তালেবান ডাকাতি, ছিনতাই রুখতে

ছয় মাস হয়ে গেছে তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা নিয়েছে। তবে এখনো নিজেদের পুলিশ সদস্যদের পোশাক দেয়নি তারা। এই সুযোগটি কাজে লাগাচ্ছে অপরাধীরা। তালেবান যোদ্ধা ও পুলিশ সেজে সাধারণ মানুষের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই করে নিয়ে যাচ্ছে মূল্যবান সামগ্রী।

বিষয়গুলো মাথায় নিয়ে দ্রুত পুলিশ সদস্যদের পোশাক দেয়ার কাজটি শুরু করতে যাচ্ছে তালেবান সরকার। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার জানিয়েছেন, তালেবানের নেতৃত্বাধীন সরকারের পুলিশদের নতুন পোশাক দেয়ার যে পরিকল্পনাটি হাতে নিয়েছে, সেটি পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইঞ্জিনিয়ার ইজাম জানান, এক সপ্তাহ আগে এ বিষয়টি মন্ত্রিপরিষদে পাঠানো হয়। এখন এটি পাশ হয়েছে।

খুব দ্রুতই পোশাক তৈরি করে তা বিলি করা হবে পুরো আফগানিস্তানে। ইঞ্জিনিয়ার ইজাম আরো জানিয়েছেন, আগের সরকারের আমলে পুলিশের পোশাক যেমন ছিল, নতুন পোশাকও অনেকটা এমনই থাকবে। খুব বেশি পরিবর্তন দেখা যাবে না।

সূত্র: দ্য খামা প্রেস

মন্তব্যসমূহ (০)


Lost Password