কনস্টেবলের সাথে হাত মিলিয়ে প্রসংশায় ভাসছেন আইজিপি

কনস্টেবলের সাথে হাত মিলিয়ে প্রসংশায় ভাসছেন আইজিপি

পাবনা জেলা পরিদর্শন কালে  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এক নজির স্থাপণ করেন। পরিদর্শণ শেষে বিদায় লগ্নে আইজিপির এক ছবিকে ঘিরে  উচ্ছ্বাস বইছে সকল পাবনা জেলা পুলিশ সদস্যদের মধ্যে। যে ছবিটিতে দেখা যায়, একপাশে রয়েছেন বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, অন্যপাশে পুলিশের কয়েকজন কনস্টেবল।

গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১১ টা ১০ মিনিটে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুকে পেজে এমনই একটি ছবি পোস্ট করা হয়। যাতে দেশ জুড়ে বইছে নানা আলোচনা। বইছে নানা সুবাতাস।

লিশের ভেরিফায়েড ফেসবুকে ওই ছবিটির  ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধ্বতনের ঔদার্য প্রকাশ পায়। স্রেফ হাত মেলানোর একটি ছবি। একপাশে রয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ। অন্যপাশে বাংলাদেশ পুলিশের কয়েকজন কনস্টেবল। কোভিড প্রটোকল মেনে হাত মেলাচ্ছেন তারা! স্বয়ং আইজিপি পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের কনিষ্ঠতম সদস্যের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন!

‘এভাবে হাতে হাত লাগিয়ে বিদায় নেন তখন তা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। এই দৃশ্য তখন নেতৃত্ব ও মহত্ত্বের অসামান্য ছবি হয়ে ওঠে। এটি শুধু একটি ছবি নয়। এটি বাংলাদেশ পুলিশের পরিবর্তনের এক স্মারক। সময়ের সাথে বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের এক প্রতিচ্ছবি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থিরচিত্রটি এখন ভাইরাল। সেখানে নেটিজেনরা ইতিবাচক মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন।

জয়নুল আবেদিন টিটো নামের আরেক নেটিজেন লেখেন, ‘অত্যন্ত প্রশংসাজনক। যারা বড় অফিসার, তারা সবার চেয়ে শ্রেষ্ঠ-- এই মিথ্যা অহংকারবোধের বীজ বপন যারা করে, তাদেরকে কি শাস্তির মুখোমুখি করা যাবে? সাধারণ মানুষকে 'তুই' বলে এড্রেস গালিগালাজ যারা করে, তাদেরকে কি শিক্ষামূলক শাস্তি দেওয়া যাবে ?

পরিবর্তন চাইলে কাউকে না কাউকে শুরু করতেই হবে।,

রাহুল আহমেদ নামের একজন লেখেন, ‘বাংলাদেশের আধুনিক পুলিশের বদলে যাওয়ার অন্যতম পুরোধা ড. বেনজীর আহমেদ। অনেক অনেক শুভ কামনা।’

মন্তব্যসমূহ (০)


Lost Password