ইউক্রেনের মারিউপোলে যুদ্ধরত একজন মেরিন কমান্ডার বাঁচার আকুতি জানিয়ে দ্রুত সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তায় এমন অনুরোধ করেন। ওই কমান্ডারের নাম মেজর সেরহি ভোলইয়ানা। মারিউপোলের আজভস্টালের ভেতরে মেজর সেরহি ভোলইয়ানা ও তার সেনারা আশ্রয় নিয়েছেন।
ভিডিওতে তিনি জানান, রুশদের কাছে তারা আত্মসমর্পণ করবেন না। তাই তাদের যেন মারিউপোল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বিশ্বনেতাদের কাছে তিনি এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের যেন তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়া হয়। বাঁচার আকুতি জানিয়ে ওই মেজর বলেন, এটি বিশ্বের প্রতি আমাদের শেষ বার্তা।
খুব সম্ভবত আমাদের জীবনের শেষ বার্তা। সম্ভবত আমাদের জীবনের কয়েকদিন অথবা কয়েক ঘণ্টা বাকি আছে। তিনি আরও বলেন, আমরা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের সাহায্য করুন। আমি তাদের প্রতি আহ্বান জানাই তৃতীয় কোনো দেশে আমাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।
মেজর সেরহি ভোলইয়ানা জানান, বর্তমানে রুশ বাহিনী আকাশ, সেনা, যুদ্ধ সরঞ্জামসহ সব দিক দিয়ে এগিয়ে আছে। তিনি আরও জানিয়েছেন, আজভস্টালে শুধু সেনাবাহিনীর সদস্য না অনেক বেসামরিক লোকও আছেন। সেনাদের সঙ্গে তারা এখন এখানে আটকে পড়েছেন। ৩৬ মেরিন ব্রিগেডের এ কমান্ডার আরও জানিয়েছেন, বর্তমানে প্রায় ৫০০ আহত সেনা পড়ে আছেন। তাদের সবার দ্রুত সাহায্য প্রয়োজন।
সূত্র: বিবিসি
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন