সব আয়োজন সম্পন্ন হওয়ার পর বরের অপেক্ষা। বর আসলেই কণেকে পাঠানো হবে শ্বশুর বাড়ি। বর নয় বরং বিয়ে বাড়ি উপস্থিত হলো পুলিশ। পুলিশ আসার সংবাদ পেয়ে বর আর আসেনি বিয়ের আয়োজনে। বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো নবম শ্রেণির শিক্ষার্থী। শ্বশুর বাড়ির পরিবর্তে ওই শিক্ষার্থীকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করলো চুয়াডাঙ্গা থানা পুলিশ। শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ায় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, গাড়াবাড়িয়ার ছাগলাপাড়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আমরা সেখানে যাই। খবর দেয়া হয় জনপ্রতিনিধি ও স্কুলের শিক্ষকদেরও। সবাই মেয়ের অভিভাবকের সাথে কথা বলি। মেয়ের পিতা জানায় আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের লেখাপড়া চালাতে অক্ষম। এজন্যই মেয়েকে বিয়ে দিচ্ছেন। সব শুনে আমরা মেয়েটির পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করি।
তাৎ¶ণিকভাবেই মেয়েটির দুই বছরের স্কুল ফি, পরীক্ষার ফিসহ বিদ্যালয়ের সব খরচ পরিশোধ করা হয়। এছাড়াও তার যাবতীয় শিক্ষা উপকরণেরও ব্যবস্থা করে দেয়া হয়। ওসি আরো বলেন, মেয়েটিকে শ্বশুর বাড়ি পাঠিয়ে অভিভাবকরা তার নতুন জীবন শুরু করতে চেয়েছিল। আমরা স্কুলে পাঠিয়ে তার নতুন জীবন শুরু করলাম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন