ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা খারিজ করে দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। কিন্তু মামলা নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় এটি খারিজ করে দেন আদালত।
এর আগে, মো. আব্দুর রহিম নামে এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯ ধারায় মামলাটি দায়ের করেন। পরে বিচারক মামলা গ্রহণ করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত না থাকায় মামলাটি খারিজ করে দেন।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন ফারুক আহাম্মদ। তিনি বলেন, আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।
মামলার এজাহারে বলা হয়, মেয়র আতিকুলের বিরুদ্ধে বাদীর সম্পত্তি দখল, বিভিন্ন মিডিয়ায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাদী ও তার পরিবারের সম্পর্কে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক ও মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। বাদীপক্ষ থেকে গত ১২ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হলেও আসামিপক্ষ কোনো উত্তর দেয়নি। নোটিশের জবাব না পেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় সাইবার ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন