পদ্মা ব্যাংককে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সাথে একিভূত করার বিষয়ে মতামত জানালো কেন্দ্রীয় ব্যাংক.

পদ্মা ব্যাংককে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সাথে একিভূত করার বিষয়ে মতামত জানালো কেন্দ্রীয় ব্যাংক.

 রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী বা বিডিবিএলের সাথে একীভূত করার জন্যে পদ্মা ব্যাংক গত ৮ জুলাই, ২০২১ অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদন করে। অবশেষে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে পদ্মা ব্যাংকের এ আবেদন নিয়ে তাদের মতামত উপস্থাপন করেছে।

এতে পদ্মা ব্যাংকের প্রস্তাবকে গ্রহণ না করে তাদের করণীয় নির্দেশিকা তুলে ধরা হলো। বাংলাদেশ ব্যাংকের মতে পদ্মা ব্যাংকের উচিত সরকারি বা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সাথে একিভূত না হয়ে বরং বিদেশ ব্যাংক থেকে বিনিয়োগ এনে দায় বা ঘাটতি পরিশোধ করা। অথচ ভবিষ্যতে বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে পদ্মা ব্যাংকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সাথে একিভূত করার গুরুত্ব উপস্থাপন করেছে বিভিন্ন আঙ্গিকে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম জানান পদ্মা ব্যাংকের প্রস্তাবটি ব্যাংক কোম্পানি আইনের সাথে মোটেই সামঞ্জস্য নয়। তাদের উচিত বিদেশ থেকে বিনিয়োগ এনে উক্ত সমস্যার সমাধান করা। 

মন্তব্যসমূহ (০)


Lost Password