ড্যাফোডিল ইউনিভার্সিটির এলাকায় আমিন মডেল টাউন এর তুরাগ নদীর পাশে চলছে লঞ্চ ও ট্রলারে রমরমা মাদক ও দেহ ব্যবসা। আমিন মডেল টাউন এলাকার বা এলাকার বাহিরের অর্ধশতাধিক এর উপরে লোকজন এখানে প্রতিদিন আসছে নদীর পানি এবং কাশফুলের মনোরম পরিবেশ দেখার জন্য |
হয়ে উঠেছে পর্যটন একটি এলাকা যেখানে প্রতিনিয়ত শুক্রবার ছাড়াও প্রতিদিনই আসছে পিকনিকে। ট্রলার এবং লঞ্চের কেবিনে চলছে রমরমা দেহ ব্যবসা ও মাদক ব্যবসা। স্থানীয় কিছু লোক নাম না প্রকাশ করার শর্তে জানান অন্ধকার নামলে দেখতে পারবেন আরও অনেক কিছু একটু খানি ওয়েট করেন ।
সরেজমিনে গিয়ে দেখা যায় এইসব অনাকাঙ্ক্ষিত দৃশ্য , এ ছাড়াও ভার্সিটি এলাকায় এসব অহরহ হয়ে থাকে এই বিষয়ে পুলিশ প্রশাসন এলাকার কোন ইউপি সদস্য তৎপরতা নেই বললেই চলে। আরো বলেন এখানে কিছুদিন আগে একসিডেন্ট করে এক লোক মারা গিয়েছে | এখানকার আমিন সাহেব কিছু গার্ড নিয়োগ দিয়েছেন তার ফলে এখানে গার্ডদেরকে নিয়ন্ত্রণ করেন আজাদ ভাই নামক এক লোক , তার মারফতে এই এসব অবৈধ কার্যকলাপ চলছে বলে জানিয়েছেন স্থানীয় নাম না প্রকাশ করার শর্তে কিছু লোক।
এ বিষয়ে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুজন এর সাথে ফোনে কথা বলার জন্য বারবার চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায় নি । চেয়ারম্যানের পিএস মোহাম্মদ মোবারক জানান আমি তার সাথে কথা বলে জানাবো , পূর্বে আর কথা বলে জানানোর প্রয়োজন মনে করেননি এই সজন চেয়ারম্যানের পিএস মোঃ মোবারক হোসেন এই বিষয়ে সাভার থানা ওসির কাছে জিজ্ঞাসা করলে উনি এ বিষয়ে কোনো অবগত নন বলে জানান তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন