আগুনে পুড়ে গেছে ভাড়াটিয়া পরিবারের বসতঘর

আগুনে পুড়ে গেছে ভাড়াটিয়া পরিবারের বসতঘর

বরিশাল নগরের নিউ সার্কুলার রোডের ফরেস্টার বাড়ি এলাকায় আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সূত্রপাত হওয়া এ অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া পরিবারটির নগদ অর্থসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরেস্টার বাড়ি এলাকার ফেরদৌসী বেগমের টিনসেড ঘরে তরকারি ব্যবসায়ী মরিয়ম বেগম ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। চৌমাথা বাজারের ফুটপাতে তার তরকারির দোকান রয়েছে। দুপুরে রান্নার সময় মরিয়মের রান্না ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই মরিয়ম বেগমের টিন-কাঠের ঘর এবং ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। বাড়ির মালিক শরিফ আব্দুল্লাহ বলেন, ফরেস্টার বাড়ির সীমানায় ১০টির অধিক বসতঘর রয়েছে। তবে মরিয়মের ঘরের আগুন অন্যান্য ঘরে লাগেনি। পুরো বাড়িটি ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। ক্ষতিগ্রস্ত সবজি বিক্রেতা মরিয়ম জানান, তার নগদ ২০ হাজার টাকাসহ আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে।

আলেকান্দা পুলিশ ফাড়ির ইনচার্জ টিএসআই দুলাল মন্ডল বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মীদের তারা সহায়তা করেছেন। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে বিশেষ পানিবাহী গাড়ি নিয়ে আমরা আসি এবং তিন দিক থেকে আক্রমণ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। যেহেতু এটা টিনের ঘর ছিল তাই আগুনের ফলে সব শেষে হয়ে গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password