স্ত্রীকে তালাক দিয়ে ২ মণ জিলাপি বিতরণ করেছেন স্বামী

স্ত্রীকে তালাক দিয়ে ২ মণ জিলাপি বিতরণ করেছেন স্বামী

আজ রবিবার গাইবান্ধার পলাশবাড়ীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দাম্পত্য জীবনের বনিবনা না হওয়ায় স্ত্রী বিউটি বেগমকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন স্বামী গোলাম মোস্তফা (৪৫)। জানা গেছে, আজ দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় শাহ্ আলম কাজীর উপস্থিতিতে বিয়ে বিচ্ছেদ সম্পন্ন হয়।

এসময় উপস্থিত মানুষের মধ্যে ২ মণ জিলাপি বিতরণ করেন স্বামী গোলাম মোস্তফা। স্থানীয়রা জানায়, গোলাম মোস্তফা ওই গ্রামের নজির হোসেনের ছেলে। দীর্ঘ ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েক বছর ভালোই চলছিল তাদের সংসার।

দাম্পত্য জীবনে তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতিক সময়ে মনমালিন্য থেকে দাম্পত্য কলহ লেগেই থাকত। এ কারণে উভয়ের সম্মতিতে তাদের ডিভোর্স হয়। স্বামী গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, স্ত্রী আমার অবাধ্য ছিল। সে সাংসারিক ছোট-খাট বিষয় নিয়ে সবসময় ঝগড়া করতো।

তার অত্যাচারে অতিষ্ট হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। গণ্যমান্যদের উপস্থিতিতে তালাক সম্পন্ন হওয়ার খুশিতে দুই মণ জিলাপি বিতরণ করেছি।’ গণমাধ্যমকে তালাকের বিষয়টি নিশ্চিত করে কাজী শাহ আলম জানান, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় ওই দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তালাক সম্পন্ন করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password