মন হারিয়ে যায় দিগন্তজোড়া হলুদ সমুদ্রে

মন হারিয়ে যায় দিগন্তজোড়া হলুদ সমুদ্রে

মাঠের পর মাঠ হলুদে একাকার। মাঝে সরলরেখার মতো সরু মেঠোপথ। পথের দুপাশে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সরিষা ফুলের সারি। কুয়াশা ভেদ করে বয়ে চলা মৃদ হাওয়ায় দোল খাওয়া সরিষা মাঠকে মনে হচ্ছে ঢেউ খেলা হলুদ সমুদ্র। সরিষা ফুলে ঘুরে বেড়ানো মধু পিয়াসী মৌমাছির গুণগুণ-গুঞ্জরণে সৃষ্ট আবহ মাতিয়ে তোলে হাজারও প্রকৃতিপ্রেমীদের। এমন আবেশে কে না হারিয়ে যেতে চায়!

  • প্রিয় মানুষটিকে প্রকৃতির এমন আবহে প্রতিস্থাপন করে স্বপ্ন বুনতে চায় প্রেমিক মন,
  • এমন মোহেই হয়তো পল্লীকবি জসিম উদ্দিন লিখেছিলেন,
  • “ আরো একটুকো এগিয়ে গেলেই সরষে ক্ষেতের পরে,
  • তোমারে আমার যত ভাল লাগে,
  • সে অনুরাগে হলুদ বসন বিছাইয়া আছে দিক দিগন্ত ভরে।
  • দুধারে অথৈ সরিষার বন মাঝখান দিয়ে সরু বাঁকা পথখানি।
  • দোষ নিওনাক ফুলেরা তোমার ধরিলে আঁচল টানি। ”
  • সেলফি তুলছেন দুই দর্শনার্থী।

মন্তব্যসমূহ (০)


Lost Password